নেকবর হোসেন:
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন,আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়,গরীব মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। কাজের বুয়ার মেয়ে আর কাজের বুয়া হয় না। রাষ্ট্রীয় সুবিধায় লেখাপড়া করে ভাগ্যের পরিবর্তন করে। কৃষকের ছেলে- মেয়ে অফিসার হয়। এই সরকারের আমলে দেশের গরীব ও অসহায়দের কল্যাণে সহযোগিতা অব্যাহত রয়েছে বলে দেশে উন্নয়নের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমাদের নেত্রী এখন ২০৪১ সালের বাংলাদেশ বিনির্মানে কাজ করছে।শেখ হাসিনাই পারবে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে।চারিদিকে তাকিয়ে দেখেন ২০৪১সালের আলামত শুরু হয়ে গেছে।পদ্মা সেতু,এটমিক পাওয়ার প্ল্যান্ট, মেট্রোরেলে,এলিভেটর এক্সপ্রেস,কর্ণফুলী ট্যানেলের মত মেগা প্রকল্প বাস্তবায়ন হয়। আগামী ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামে এলিভেটর এক্সপ্রেস কর্ণফুলী টানেল উদ্বোধন হবে। চারিদিকে তাকিয়ে দেখেন,জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা আজ কৃষি, শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগসহ সব সেক্টরের উন্নয়নের জন্য পরিকল্পনা করেছেন এবং তা সঠিকভাবে বাস্তবায়ন করে দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিচ্ছেন।
গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা নগরীর ছোটরা মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা মহানগর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এসব কথা বলেন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের মহিলা এমপি এ্যারোমা দত্ত।
গতকাল শনিবার রাত সাড়ে ৮ টায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃতাহসিন বাহার সূচনার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহজাহান সাজু।
ত্রি-বার্ষিক সন্মেলনে নজরুল হক মঞ্জু কে সভাপতি ও আবদুল হামিদ কে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন।