শফিউল আলম রাজীব:
"সচেতনতার দূর্গ গড়ি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রশাসনের উদ্যোগে ও ক্যাম্পাসের সকল সংগঠনের সহযোগিতায় "ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক" র্যালি ও নাটিকা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সচেতনতা বিষয়ক র্যালিটি কুমিল্লা শহরের কান্দিরপাড় থেকে সদর হাসপাতাল হয়ে প্রায় এক কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে কলেজের উচ্চমাধ্যমিক শাখায় এসে র্যালিটি শেষ হয়। এসময় সচেতনতা মূলক স্লোগান, প্রচারপত্র বিতরণ করা হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ডেঙ্গু সচেতনতামূলক নাটিকা উপস্থাপন করা হয়।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ও কলেজের সাহিত্য পত্রিকা ক্যাম্পাস বার্তার প্রধান উপদেষ্টা মোহাম্মদ মঈন উদ্দীনের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মৃনাল কান্তি গোস্বামী, শোভাযাত্রার সমন্বয়ক ছিলেন আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের প্রধান লে. মো. ফিরোজ উল আলম চৌধুরী।
এছাড়া বিএনসিসি (সেনা), বিএনসিসি (বিমান), রোভার স্কাউট, রেডক্রিসেন্ট, রক্তদাতা সংগঠন বাঁধন, বিতর্ক পরিষদ, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার, সাহিত্য সংগঠন ক্যাম্পাস বার্তা ও কলেজ সাংবাদিক সমিতির সদস্যসহ সাধারন ছাত্রছাত্রীরাও র্যালিতে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, প্লাস্টিকের ড্রাম, ফুলের টব, ডাবের খোসা, দীর্ঘদিন পাত্রে জমে থাকা পানির মধ্যে এডিস মশা বংশ বিস্তার করে। ফলে এসব স্থান সব সময় পরিষ্কার রাখতে হবে। কুমিল্লা একটি জনবহুল শহর। সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকলে ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব।