নিজস্ব প্রতিবেদক।।
শনিবার (১৫ সেপ্টেম্বর ২০২৩) বিকেল হঠাৎ হার্টস্ট্রোক করে ইহজগৎ এর মায়া মমতা ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা কালিয়াজুরী পাক্কার মাথা স্থিত আপন হেয়ার কাটিং সেলুন এর সত্ত্বাধিকারী কালিয়াজুরী শীল বাড়ির মৃত মাধব চন্দ্র শীল এর দ্বিতীয় পুত্র সমীর চন্দ্র শীল (৩৮)। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও এক স্ত্রী, বৃদ্ধ মা, ভাই-বোন ও আত্মীয় স্বজন এবং বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ওইদিন রাতেই আদর্শন সদর উপজেলাধীন আড়াইওরা সার্বজনীন কালী বাড়ি ও মহাশ্মশানে শেষকৃত্য (দাফনকাজ) সম্পূর্ণ করা হয়।
এদিকে, সমীর শীলের অকাল মৃত্যুর সংবাদ শুনে তাঁর এলাকায় ও কর্মস্থলে শোকের ছায়া নেমে আসে। তাঁর আত্মার সৎগতি কামনায়সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।