মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা দ. বাজারে অবস্থিত সুজন এয়ার ট্রাভেলসের পক্ষ থেকে পরিচালিত ওমরাহ হজ্জ কাফেলা সুনামের সাথে পরিচালিত হচ্ছে।
বর্তমানে সুজন এয়ার ট্রাভেলসের পক্ষ থেকে একটি ওমরাহ দল বাইতুল্লাহ শরিফে হজ্জ পালনের জন্য আবস্থান করছেন এবং সুচারুরূপে ওমরাহ হজ্জ পালন করছেন। কাফেলায় সফর সঙ্গী হিসেবে আছেন সুজন এয়ার ট্রাভেলসে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
সুজন এয়ার ট্রাভেলস দীর্ঘদিন থেকে সুনামের সাথে ওমরা হজ্জ কাফেলা পরিচালনা করে আসছেন বলে জানা যায়। সততা, আমানতদারিতা, বিশ্বস্ততা জজবাবদিহিতা সুজন এয়ার ট্রাভেলসের প্রধান বৈশিষ্ট্য।
কেউ যদি ১৪-১৫ দিনের জন্য ওমরা প্যাকেজ গ্রহণ করেন তাহলে ভিসা ইন্স্যুরেন্স, মক্কা মুকাররামায় ও মদিনা মুনাওয়ারায় ১ টি জুমা আদায়ের সুযোগ, যাতায়াতের এয়ার টিকিট, সকল ট্রান্সপোর্ট সুবিধা, স্ট্যান্ডার্ড মানের হোটেলে অবস্থানের সুবিধা যার প্রতিটি ৪ বেডের রুম, ৩ বেলা মানসম্মত খাবারের ব্যবস্থা,
মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানসমূহ জিয়ারত এবং জিয়ারত কালীন ইসলামিক স্কলার্স কর্তৃক বিস্তারিত ব্যাখ্যা অবগত হওয়া সহ নানা ধরনের সুবিধা পাওয়া যাবে।
সুজন এয়ার ট্রাভেলসের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, সারাবছর নারী পুরুষ উভয়ে ওমরাহর প্যাকেজ গ্রহন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে পাসপোর্টের অন্তত ৬ মাস মেয়াদ থাকতে হবে। সুজন এয়ার ট্রাভেলস সবসময়ই ওমরাহ পালনকারী সম্মানিত মুসলমানদের সেবার জন্য নিয়োজিত আছে। আমরা চাই যতটা সম্ভব উন্নত সেবা দিতে।