নেকবর হোসেন:
কুমিল্লার দেবীদ্বারে হোসনেয়ারা বেগম (৫০) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। পান-সুপারি কিনতে গিয়ে অজ্ঞাত কয়েকজন মদ্যপ যুবকের চালান গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে দেবীদ্বারে থানার ঠাকুরপাড়ার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
হোসনেয়ারা বেগম উপজেলার উখারী গ্রামের আ. মোবিন মিয়ার স্ত্রী।
পরে তাকে উদ্ধার করে দেবিদ্বার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আহত নারীর ছেলে মহিউদ্দিন জানান, গতকাল রাতে তাঁর মা পান-সুপারি কেনার জন্য ঠাকুরপাড়ার মোরে একটি দোকানে যান। সেখানে মদ্যপ অবস্থায় থাকা অজ্ঞাত কয়েকজন যুবক এলোপাতাড়ি গুলি চালান। এ সময় তার মায়ের চোখের উপরে কপালে গুলি লাগে। সংবাদ পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে দেবিদ্বার সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। বর্তমানে তার মা ৩০১ ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, কুমিল্লা থেকে গুলিবিদ্ধ হয়ে এক নারী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আসে বলে জানতে পেরেছি। পরে ওই নারীকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।