শামীম রায়হান॥
কুমিল্লার দাউদকান্দিতে জমি বিক্রির সব টাকা পরিশোধ না করেই চেক ও স্ট্যাম্প উদ্ধারের নামে মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হানিফ সরকার নামে এক ভুক্তভোগী।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গৌরীপুরের আঙ্গাউড়ায় হানিফের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী হানিফ সরকার বলেন, আমি গৌরীপুর নিবাসী ইকরাম হোসেনের কাছে ২ বছর আগে ৩৮ শতক জমি বিক্রি করি ৩ কোটি ৮০ লক্ষ টাকায় এবং ৩৮ শতক জমিই ইকরাম হোসেনের নামে রেজিস্ট্রারী করে দিয়েছি। এর মধ্যে ইকরাম আমাকে ২ কোটি ১৫ লক্ষ টাকা নগদ পরিশোধ করে এবং বাকী ১ কোটি ৬৫ লক্ষ টাকার লিখিত স্ট্যাম্প এবং (২২/১২/২০২৭ইং) তারিখের একটি চেক প্রদান করে। কিন্ত পরবর্তীতে ইকরাম হোসেন উদ্দেশ্যমূলকভাবে চেক ও স্ট্যাম্প ফেরতের দাবীতে বিভিন্নভাবে আমাকে চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে চেক ও স্ট্যাম্প উদ্ধারের নামে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে ইকরাম হোসেন।
হানিফ সরকার তার অভিযোগে আরও বলেন,ইকরাম চেক ও স্ট্যাম্পের জন্য হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। ইকরামের ভয়ে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান হানিফ সরকার। তিনি বিষয়টি প্রতিকারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।