শামীম রায়হান, স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥
দাউদকান্দিতে স্থানীয় সংসদ সদস্যের সেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে অনুদান বিতরন করা হয়েছে।
রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হল রুমে সেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও হতদরিদ্র ৪৪ জন পরিবারকে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান বিতরন করা হয়েছে ৷ অনুদান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.)সুবিদ আলী ভূঁইয়া৷
উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক বাসুদেব ঘোষ,জেলা পরিষদের সদস্য জেবুন নেচ্ছা জেবু,কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল আলম,জেলা শ্রমিকলীগের সভাপতি ও প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব প্রমূখ।