তিতাস প্রতিনিধি :
কুমিল্লার তিতাসের আলীনগর গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে মৃত্যুূদন্ড প্রাপ্ত পলাতক আসামি আবু তালেব ভুট্রু(৪৫)কে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।
গত সোমবার রাতে তিতাস থানা পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে খুলনা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তিতাস থানায় নিয়ে আসা হয় তাকে।
তিতাস থানার এস আই মাজহারুল ইসলাম জানান,তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান নির্ণয় করে ঢাকা র্যাবসহ যৌথ অভিযানে তাকে খুলনা সদর এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
২০০৪ সালে ঢাকা সু্ত্রাপুর থানা এলাকায় পিতা-পুত্র হত্যা মামলার আসামি সে। ওই সময় থেকেই সে পলাতক ছিল।
গত মঙ্গলবার বিকালে ভুট্রুকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি।