শফিউল আলম রাজীব:
কুমিল্লা দেবীদ্বারে বঙ্গবন্ধু স্মরণে শোক সভা ও গত ২০০৪ সালের ২১ আগষ্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ সভা ও নিহতদের স্বরণে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে উপজেলার গুনাইঘর উওর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইউনিয়ন পরিষদের মাঠে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
গুনাইঘর উওর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ মোকবল হোসেন মুকুল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হাসান রাসেল'র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লুৎফর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. হুমায়ন কবির, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ মোসলে উদ্দিন মানিক, রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ভানী ইউপি চেয়ারম্যান মো. হাজী জালাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিলো, সেই ঘাতকের দলের লেকেরাই ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধু কন্যা আওয়ামীলীগের সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী চেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলো। বঙ্গবন্ধু হত্যাকারীদের অনতিবিলম্বে বিদেশ থেকে এনে রায় কার্যকর করা হউক এবং ২১আগষ্ট গ্রেনেড হামলার বিচার অতিদ্রুত কার্যকর করা হউক। আমরা এই ঘৃণ্য নারকীয় হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।