নেকবর হোসেন :
কুমিল্লায় ৫০ বোতল ফেন্সিডিল এবং ১২ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। ১৯ আগস্ট শনিবার দুপুরে জেলার সদর দক্ষিণ মডেল থানার উত্তর রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মধ্যম যাত্রাপুর গ্রামের মোঃ আবুল হাশেমের ছেলে মোঃ জসীম ওরফে ভান্ডারী (৩৫)।
পৃথক অন্য একটি অভিযানে জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক, স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান-এ বিষয়ে জেলার সদর দক্ষিণ ও কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।