প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৩, ৭:৩৪ এ.এম
আজ হযরত শাহ্ হাফেজ আবদুল্লাহ্ আলক্বাদেরী গাজীপুরী (রহঃ) এঁর ১১৯তম ওরস

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার শ্রেষ্ঠ আধ্যাত্মিক সাধক, সুলতানে কুমিল্লা, গাউছে জামান, হযরত মাওলানা শাহ হাফেজ আবদুল্লাহ আল ক্বাদেরী গাজীপুরী (রহঃ) এঁর ১১৯ তম ওরস মোবারক কুমিল্লার প্রাণকেন্দ্র বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সারা রাতব্যাপী দারোগা বাড়ী মাজার শরীফে অনুষ্ঠিত হবে। উক্ত ওরস মোবারককে কেন্দ্র করে দেশ বিভিন্ন প্রান্ত থেকে আশেকান ও ভক্তরা উপস্থিত হন। সারারাত ব্যাপী ওরস শরিফের কর্মসূচির মধ্যে রয়েছে, কোরআন খতম, জিকির-আজকার, মাজার জিয়ারত, মিলাদ মাহফিল, খতম শরীফ ইসলামী শরীয়তের বিভিন্ন বিষয়ের পর আলোচনা, সালাতুস সালাম এবং শুক্রবার বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে হযরত শাহ হাফেজ আব্দুল্লাহ আল কাদেরী গাজীপুরী (রহঃ) এঁর ১১৯ শরিফের কাজ সমাপ্ত হবে।
এদিকে শাহ্ হাফেজ আবদুল্লাহ্ আলক্বাদেরী গাজীপুরী (রহঃ) কুমিল্লার আরেফে রাব্বানী শাহ্ আবদুস্ সোবহান রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা মোহতারম মোহাম্মদ রুহুল আমিন সাবের সোবহানী আলক্বাদেরী হযরত শাহ্ হাফেজ আবদুল্লাহ্ আলক্বাদেরী গাজীপুরী (রহঃ) মাজার শরীফ জেয়ারতসহ সারা রাতব্যাপী রিসার্চ সোসাইটির কার্যালয়ে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।
Copyright © 2025 Dainik Cumilla. All rights reserved. | Developed by UNIK BD