নেকবর হোসেন:
কুমিল্লা জাতীয় মহিলা সংস্থা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন। মঙ্গলবার (১৫আগস্ট )সকালে ১০ টায় জাতীয় মহিলা সংস্থা মিলনায়তনের অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান জামস কুমিল্লা,রোকেয়া পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মিসেস পাপড়ী বসু ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
এর আগে সকাল ৮টায় জেলা মহিলা সংস্থা থেকে মিসেস নিশাত খান নেতৃত্বে র্যালিসহ নগর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় অতিথি বক্তারা বলেন- বাঙ্গালির ন্যায্য অধিকার আদায়ের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অবিসংবাদিত নেতা। তাঁর ডাকে একটি সশস্ত্র সংগ্রামের মধ্যদিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি। তিনি পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙ্গালি জাতিকে মুক্ত করে একটি স্বাধীন ভূখন্ড উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর জয়বাংলার মূলমন্ত্র সেদিন মুক্তিকামি বাঙ্গালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা একই সুতোয় গাঁথা। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। তাঁর নেতৃত্বে দেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে। মানুষ এখন ঘরে বসেই রাষ্ট্রীয় সেবা পাচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে একনিষ্ঠ ভাবে কাজ করে যেতে হবে।
সভায় সভাপতিত্ব করেন মিসেস তানিয়া আক্তার জেলা কর্মকর্তা জাতীয় মহিলা সংস্থা কুমিল্লা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা দঃ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জাতীয় মহিলা সংস্থার সম্মানিত সদস্য মিসেস নিশাত খানসহ অন্যান্য কমিটি সদস্যবৃন্দ ও জেলার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।