শামীম রায়হান॥
কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রাঙ্গনে সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য,উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলা আওয়ামী লীগসহ এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা সভাকক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা করা হয়েছে। এতে
প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি।
এরআগে অসহায় দুস্থদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ করা। এছাড়া দিনব্যাপী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান দাউদকান্দি-তিতাস উপজেলার ২০ টি স্থানে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ইউনিয়নে দুস্তদের মাঝে কাঙ্গালীভোজ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় দাউদকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী,
সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব,উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,মহিলা ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান ও মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা পিপিএম।