নেকবর হোসেন ।।
কুমিল্লার লাকসামে পুলিশ বিশেষ আভিযান চালিয়ে একটি হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৪ আগস্ট) গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আগেরদিন রোববার রাত ব্যাপী কুমিল্লার লাকসাম এবং পাশবর্তী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতারা হলো, উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রিয়াং গ্রামের মো. শফিকুর রহমানের ছেলে মো. আবদুর রহিম হত্যা মামলার (জিআর নং-৭৬/১৫) গ্রেপ্তারী পরোয়ায়ানাভূক্ত পলাতক আসামী একই গ্রামের নুরুল হুদার ছেলে ফারুক মিয়া, মৃত আসলাম মিয়ার ছেলে মহরম আলী এবং মৃত কালা মিয়ার ছেলে আবদুল মান্নান। এ ছাড়া, অপর একটি জিআর মামলার (নং-১১১/১৮ ) গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী শ্রীয়াং গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন পুলিশ।
লাকসাম থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালে উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রিয়াং গ্রামে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ওই গ্রামের শফিকুর রহমানের ছেলে মো. আবদুর রহিম খুন হয়। ওই খুনের ঘটনায় লাকসাম থানায় একটি মামলা (জিআর ৭৬/১৫) রুজু করা হয়। ওই মামলায় কুমিল্লার আদালত কর্তৃক আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হলে কারা আদালতে হাজির না হয়ে পলাতক থাকে। অবশেষে পুলিশ ওই মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক তিন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।
লাকসাম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) চন্দন দাস জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। তারা আদালতে হাজির হয়ে আত্মসমর্পন না করে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মাহফুজ একটি হত্যা মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক তিন আসামীসহ মোট ৪ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।