স্টাফ রির্পোটার॥
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বিএনপি-জামায়াত সরকারের উন্নয়নে বারবার বাধা দিয়েছে৷ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যাত্রা রোধ করতে সন্ত্রাসী কায়দায় আন্দোলন করছে। বিএনপি-জামায়াত জানেই না, ষড়যন্ত্র করে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হঠানো যাবে না।
শুক্রবার (১১ আগস্ট) কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারপত্র বিতরনকালীন পথসভায় এইসব কথা বলেন ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর।
ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট দুষ্কৃতকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে দিতে চেয়েছিল। তাদেরই উত্তরসূরীরা নানা ষড়যন্ত্র করে ২১ আগস্ট ঘটিয়েছে৷ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার নাম নিশ্চিহ্ন করতে চেয়েছিল। সফল হয়নি। এদেশের জনগণ তাদের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে চতুর্থ বারের মতো ক্ষমতায় আনতে আওয়ামী লীগের প্রতিটি কর্মী মাঠে আছে৷ সফল না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না।
কুমিল্লা দাউদকান্দি-তিতাস উপজেলার জনগণের কাছে আগামীতে নৌকায় ভোট চেয়ে ইঞ্জি. আবদুস সবুর বলেন, কুমিল্লার দাউদকান্দি-তিতাসের মাটি, নৌকার ঘাঁটি। কুমিল্লার প্রতিটি আসনেই নৌকা জিতবে।
জনসংযোগে অংশগ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার, কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকারসহ বিটেশ্বর ইউনিয়ন ও দাউদকান্দির আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।