শামীম রায়হান॥ দাউদকান্দিতে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। হিমশিম খাচ্ছে চিকিৎসকরাও।
এমন পরিস্থিতিতে ডেঙ্গুর প্রকোপ কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন।
বুধবার (২ আগষ্ট) দুপুর ৩টা থেকে বিকাল ৬ পর্যন্ত ফগার মিশিনের মাধ্যমে মশার স্প্রে দেওয়া হয়েছে।
পৌরসভার প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব জানান," পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইনের নির্দেশে আমরা ডেঙ্গুর প্রকোপ কমাতে প্রতিদিন মশার স্প্রে করার পদক্ষেপ নিয়েছি।
পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করছি। জনসমাগম এলাকায় ব্যানার ফেস্টুন সাঁটিয়ে দিয়েছি।
তিনি আরও বলেন, মেয়র নাইম ইউসুফ সেইনের নির্দেশে আমরা পৌরসভার বাইরে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গৌরীপুর পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশার স্প্রে দিয়েছি।"
এসময় উপস্থিত ছিলেন— পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কামরুজ্জামান জামান ও মডেল থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মোহাম্মদ বাবুল মিয়া।