ডেঙ্গু প্রতিরোধ সচেতনতার লক্ষ্যে আলোচনা সভার আয়োজন- কুমিল্লা রোটারী ক্লাব
গোলাম হোসাইন তামজীদ :-
আজ ১লা আগষ্ট রোজ মঙ্গলবার বিকাল-৪:০০ ঘটিকায় কুমিল্লা নগর মিলনায়তন অডিটোরিয়ামে কুমিল্লা রোটারী ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ এবং সচেতনতার লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মো: মতিউর রহমান, প্রধান আলোচক ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের ডিরেক্টর ডা: আজিজুর রহমান সিদ্দিকী , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা ট্যাক্সেস এর এডিশনাল কমিশনার সামিনা ইসলাম সহ রোটারী ক্লাব কুমিল্লা অঞ্চলের আরো অনেক ভলান্টিয়ারবৃন্দরা। উক্ত সভার সভাপতিত্ত্ব করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামার নাসের খান।
উক্ত সভায় প্রধান আলোচক বলেন- জ্বর হলেই দেরি না করে ডাক্তারের স্মরণাপন্ন হন। কারন এখন ডেঙ্গু কিন্তু ভয়াভহ পরিস্থিতি হয়ে পরেছে।
তিনি আরো বলেন- নো মশা , নো ডেঙ্গু। মশা দূর করুন, ডেঙ্গু থেকে বাচুন।
পরবর্তীতে রোটারী ক্লাবের কুমিল্লা অঞ্চলের পক্ষ থেকে মেডিকেল কলেজ এবং সিভিল সার্জনকে কিছু পরিমান আইড স্যালাইন এবং টেস্টিং কিট প্রদান করেন