অদ্য ৩১/০৭/২০২৩ ইং তারিখ ০০.৩০ ঘটিকায় হোয়াইক্যং হাইওয়ে থানার এএসআই/মোঃ সোহেল রানা সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন নয়াপাড়া নামক স্থানে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উপর একটি থ্রী হুইলার (মিনি টমটম) এর মাধ্যমে মাদক পরিবহন করা হচ্ছে সংবাদ পেয়ে তা থামিয়ে তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে টমটম চালক এর কোমড়ে পরিধেয় লুঙ্গিতে পেঁচানো অবস্থায় একটি কালো রং এর কাপড়ের ব্যাগ দ্বারা মোড়ানো ১০টি সাদা রং এর জিপার ব্যাগ উদ্ধার করা হয়। উক্ত ১০টি জিপার ব্যাগ খুলে প্রতিটিতে ১০০ পিস করে মোট ১০০০ পিস ইয়াবা পেয়ে পরিবহনের কাজে ব্যবহৃত টমটমসহ জব্ধ তালিকা মূলে জব্ধ করা হয়। অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে টমটম চালককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী তার নাম মোঃ গোলাম হোসেন (৩৬), পিতা- মৃত নজির আহম্মদ, মাতা- মৃত রং বাহার, সাং- পশ্চিম সাতঘরিয়া পাড়া, খারাংখালী, ওয়ার্ড নং- ০৭, হোয়াইক্যং ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার মর্মে প্রকাশ করে।
আসামীর বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।