অদ্য ২৪/০৭/২০২৩ খ্রিঃ তারিখ দুপুর ১৩:৪৫ ঘটিকায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ফাজিলপুর হাইওয়ে থানার এসআই/(নিঃ) নুর সোলেমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্রগাম মহাসড়কের নিসকুঞ্জরা নামক স্থানে ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস শাহী রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব -১৫-০০৬৭এর যাত্রী আসামী ১) আহম্মদ হোসেন(৩০), পিতা: মৃত আব্দুল হাকিম,মাতা- রুপা বাহান, সাং-মহিষ খালিয়া পাড়া, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার'কে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে পরিহিত জিন্সের প্যান্টের সামনের ডান পকেট হইতে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আসামীর বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।