নেকবর হোসেন :
কুমিল্লার নাঙ্গলকোটের দক্ষিণ শাকতলী গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়ে মঙ্গলবার দুপুরে পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শিশু আব্দুর রহমান উপজেলার করপাতি গ্রামের দুয়ারিয়া পাড়ার প্রবাসী মোশারফ হোসেনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের করপাতি গ্রামের দুয়ারিয়া পাড়ার প্রবাসী মোশারফ হোসেনের পরিবার জেলার লাকসাম শহরে বসবাস করে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ বাড়িতে আসে তারা। সোমবার উপজেলার শাকতলী গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়ে মঙ্গলবার দুপুরে খালার বাড়ির পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় প্রবাসী মোশারফের শিশু ছেলে আব্দুর রহমান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাকে পুকুর থেকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।