নেকবর হোসেন :
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি বলেছেন, বিএনপি জামাতের উপর আল্লাহর গজব পড়েছে,তাই তারা আর কোন ক্ষমতার মুখ দেখবে না। তারা বোমা রাজনীতি করে,তারা উন্নয়নের জন্য কাজ করে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের রোল মডেল।এ সরকারের আমলে বাংলাদেশে যে উন্নয়ন হয় তা আর কোন সরকারের আমলে হয়নি। বাকিরা শুধু লুটপাট করেছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের উন্নয়নে সবাই একত্রিত হয়ে কাজ করব। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকারে আনবেন।
মঙ্গলবার সকাল ১১টায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উন্নয়ন শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জসীমউদ্দীন,যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পার্থ সারথি দত্ত।এসময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এমএ করিম মজুমদার,সাংগঠনিক সম্পাদক রূপম মজুমদার,প্রচার সম্পাদক খালেদ আহমেদ তালুকদার,তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদুল মিজান,দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পাপন পাল, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি নির্মল পাল, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন পাপ্পু, সাধারণ সম্পাদক মহসিনুর রহমান।
পরে মজিবুল হক এমপির নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রাটি কুমিল্লা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময়ে কুমিল্লা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।