নেকবর হোসেন :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন গতকাল সোমবার (১৭ জুলাই) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হাসমত উল্লাহ হাসু (নৌকা) প্রতীক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঘোষিত ফলাফলে নৌকা প্রতীক পেয়েছেন ৬ হাজার ৯৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শাহাদাৎ আলী (চশমা) প্রতীক পেয়েছেন ৪ হাজার ৫০৫ ভোট। ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও জোড়কানন পশ্চিম ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন রিটার্নিং অফিসার মুহাম্মদ রায়হান আরেফীন।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ নভেম্বর উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শাহ জালাল নির্বাচিত হন। সম্প্রতি তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। যার ফলে চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে।