শফিউল আলম রাজীব :
কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচনের প্রচারণাকালে দফায় দফায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ক্যারামবোর্ড প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী এমএ কাইয়ুম ভূঞা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এমএ কাইয়ুম ভূঞা বলেন, দেবীদ্বার পৌরসভা নির্বাচনে আমি স্বতন্ত্র মেয়রপ্রার্থী হয়ে নির্বাচন করছি। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বললেও বাস্তবে তা নেই। নির্বাচনী প্রচারনাকালে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় পৌরসভার বানিয়াপাড়া ও বুধবার বিকেল সাড়ে ৩টায় বারেরা দুই দফা হামলার স্বীকার হয়েছি। এতে আমিসহ অন্তত আমার ৭ জন কর্মী আহত হয়। আমার মাইকিংয়েও বাধা দেওয়া হচ্ছে। সকল ঘটনায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী সাইফুল ইসলাম শামীমের কর্মীদের দায়ী করেন তিনি।
তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল আমার লোকদের ডেকে নিয়ে চাপ প্রয়োগ করে নৌকার প্রার্থী সাইফুল ইসলাম শামীমের পক্ষে কাজ করার জন্য হুমকি ধামকি দিচ্ছেন যা নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পুলিশ প্রশাসন ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেও কেনো প্রতিকার পাইনি বরং বুধবার রাতে ডিবি পরিচয়ে আমার নেতাকর্মীদের বাড়িতে গিয়ে খোজ করে আসে। আমি আপনাদের (সাংবাদিক)'দের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি ও একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন কামনা করছি। যত বাধাই আসুক জনগনকে পাসে নিয়ে তিনি নির্বাচনে থাকবেন বলেও জানান।
এসময় উপস্থিত ছিলেন, ক্যারামবোর্ড প্রতীকের স্বতন্ত্র মেয়রপ্রার্থী কাইয়ুম ভূঞার নির্বাচনের প্রধান সমন্বয়ক ছবুর আহমেদ ভূইয়া, সমর্থক জাভেদ আহমেদ নবীসহ বিভিন্ন নেতাকর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা।