1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লার মতো বড় জেলায় কাজ করার অভিজ্ঞতা মনে রাখার মত ; বিদায়ী জেলা প্রশাসক - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

কুমিল্লার মতো বড় জেলায় কাজ করার অভিজ্ঞতা মনে রাখার মত ; বিদায়ী জেলা প্রশাসক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা জেলায় কাজ করার অভিজ্ঞতা অসাধারণ বলে অভিব্যক্তি প্রকাশ করেছেন কুমিল্লার বিদায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। তিনি বলেন, কুমিল্লার মতো বড় জেলায় কাজ করার অভিজ্ঞতা মনে রাখার মত। আমি আমার কর্মকাল সাত মাসে কুমিল্লা জেলায় যেসব কাজ করেছি আশা করি কুমিল্লার মানুষ আমাকে স্মরণে রাখবে। কুমিল্লার মানুষ ও গণমাধ্যম কর্মীরাও আমাকে সহযোগিতা করেছেন। আমরা সবাই মিলে কুমিল্লার উন্নয়নে কাজ করার চেষ্টা করেছে।

বিদায় জেলা প্রশাসক বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে কুশলাদি বিনিময় কালে এসব কথা বলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলি রহমান তিন্নি, নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) কানিজ ফাতেমা সহ কুমিল্লায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, আমি কুমিল্লায় যে কটা দিন কাটিয়েছি এর মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ ও হস্তান্তরে সর্বোচ্চ প্রচেষ্টা দেখিয়েছি। এছাড়া স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনায় একটি বড় নিয়োগের কাজ স্বচ্ছতার সাথে শেষ করে কুমিল্লা বাঁশি সুনাম কুড়িয়েছি। আমি সব সময় চেষ্টা করেছি কুমিল্লা জেলার মানুষের পাশে থাকতে। আমি পরবর্তী কর্মস্থল যেখানেই যাই না কেন কুমিল্লা আমার হৃদয়ে থাকবে।

সভায় গণমাধ্যম কর্মীরা জেলা প্রশাসকের কুমিল্লায় কার্যক্রম নিয়ে প্রশংসা করে বক্তব্য রাখেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD