1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা  - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

দেবীদ্বার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা 

  • প্রকাশিতঃ শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

শফিউল আলম রাজীব :

আগামী ১৭ জুলাই দেবীদ্বার পৌর নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। দিনরাত ও ঝড়বৃষ্টিকে ওপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের উঠান বৈঠক ও জনসংযোগে ব্যাস্ত সময় পার করতে দেখা গেছে। তবে একটু ব্যাতিক্রম ভাবে ভোটারদের দ্বারে দ্বারে দোয়া ও ভোট চাইতে দেখা গেছে মোবাইল প্রতীকের স্বতন্ত্র মেয়রপ্রার্থী সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশারকে।

দিনব্যাপী পৌরসভার ৩নং ওয়ার্ডের ফতেহাবাদ, ৭নং ওয়ার্ডের সাইলচর, চাপানগর ও ৮নং ওয়ার্ডের ভোষনা গ্রামের ভোটারদের বাড়ি বাড়ি, ঘরে ঘরে গিয়ে ভোটারদের নিকট ভোট চান সাংবাদিক বাশার। পাশাপাশি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে এমন বার্তা পৌঁছে দিয়ে ভোটারদের মাঝে সচেতনতা তৈরি করছেন তিনি।

পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করবে। পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১৪টি ভোটকেন্দ্রে এবং ১২৪টি বুথে আগামী ১৭ জুলাই ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। পৌরসভায় মোট ভোটার রয়েছে ৪৪ হাজার ৫শত ৯টি, এরমধ্যে পুরুষ ভোটার ২২হাজার ৫শত ৮১ এবং মহিলা ভোটার ২১হাজার ৯শত আটাশ।

জনসংযোগ করাকালে সাংবাদিক বাশার জানান, আমি নির্বাচিত হলে দুর্নিতি করবনা, তাই আমি সম্পদ বিক্রি করে নির্বাচন করব না। আমার ভোট সাধারণ মানুষের মাঝে, তাই আমি সাধারণ মানুষের দ্বারে দ্বারে হেটে চলেছি। তারাই আমার বিজয় সুনিশ্চিত করতে পারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD