নেকবর হোসেন :
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল ৫ জুলাই রাতে সদর দক্ষিণের কৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি তাদের দখলে থাকা একটি ট্রাক ফেলে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশী করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।