নেকবর হোসেন :
কুমিল্লার চৌদ্দগ্রামে ২৭০ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান চালককে গ্রেফতার করেছে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ। আটককৃত কাভার্ডভ্যানের চালকের নাম মোঃ সোহাগ ভুইয়া(৪২)। সে সুধারাম থানার পূর্ব এওজবালিয়া এলাকার বশির উল্লাহ এর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এসএম লোকমান হোসেন।
বুধবার ( ৫ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাবুচি বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আটক করে। এসময় একটি কাভার্ডভ্যান জব্দ করে পুলিশ।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এসএম লোকমান হোসেন জানান, মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এস আই) মোঃ গিয়াস উদ্দিন ও মোঃ জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে বাবুচি বাজার ইউটার্নের মাথায় মহাসড়কের উপর কাভার্ডভ্যানের চালকের পিছনে কেভিনের ভিতর ০২ (দুই) টি প্লাস্টিকের বস্তার ভিতর ১১(এগার)টি প্যাকেটে ২৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা প্রক্রিয়াধীন।