1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা রাখতে হবে : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান  - Dainik Cumilla
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়িচংয়ে প্রভাব খাটিয়ে জায়গা দখলের চেষ্টা প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ নাঙ্গলকোটে জিপিএ-৫ বিজয়ী শিক্ষার্থীদের উল্লাস বাগমারায় পেশাগত দক্ষতা উন্নয়নে দুই দিন ব্যাপি ইন-হাউজ প্রশিক্ষণের সমাপ্তি কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রসেনার কাউন্সিল সম্পন্ন, আলাউদ্দিন সভাপতি, গিয়াসউদ্দিন সম্পাদক কুমিল্লা-৯ আসন পুনর্বহাল ও লাকসাম জেলা ঘোষণার দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ উন্নয়ন ও কর্মক্ষেত্রে নৃবিজ্ঞানের ভূমিকা নিয়ে কুবিতে সেমিনার বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে: ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন তরুণরাই হচ্ছে আগামীদিনের বাংলাদেশের শক্তি: ডক্টর মোবারক হোসাইন বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত ৬ পুলিশ সদস্যকে রাজকীয় বিদায় সংবর্ধনা কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণে অংশীজন সভা অনুষ্ঠিত

কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা রাখতে হবে : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান 

  • প্রকাশিতঃ সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২৯৭ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা শিক্ষা বোর্ডের তিনজন কর্মকর্তা কর্মচারী সম্প্রতি শুদ্ধাচার পুরস্কার অর্জন করেছেন উল্লেখ করে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের বলেছেন, কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্বশীল হওয়া মানেই সেবাগ্রহীতাদের সন্তুষ্টি করা। বোর্ডের সব কার্যক্রম অনলাইনভিত্তিক হওয়ায় সহজেই মিলছে সেবা।এরপরও আমরা চাই সেবা গ্রহীতারা যাতে সহজেই সকল তথ্য সংগ্রহ ও সেবা গ্রহণ করতে পারেন।এজন্য বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা রাখতে হবে।

রবিবার (২ জুলাই) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ভবনের নিচ তলায় আধুনিক তথ্য অনুসন্ধান কেন্দ্র এবং নারী সেবাগ্রহীতাদের জন্য বিশ্রামাগার ও মাতৃদুগ্ধপান কক্ষ উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের আরো বলেন, শিক্ষাবোর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে ছুটির দিন ছাড়া প্রতিদিনই অসংখ্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা শিক্ষা সংশ্লিষ্ট কাজে সেবা নিতে আসেন। আমরা উন্নত সেবার মান নিশ্চিত ও সকল রকম হয়রানি বন্ধে অত্যাধুনিক তথ্য অনুসন্ধান কেন্দ্র চালু করেছি। পাশাপাশি স্কুল কলেজের ছাত্রী এবং নারী অভিভাবক হিসেবে যারা শিক্ষা বোর্ডে বিভিন্ন কাজে সেবা নিতে আসেন তারা যাতে স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিতে পারেন এবং কোলের শিশুর মাতৃদুগ্ধপানে যাতে অসুবিধা বোধ না করেন এজন্য ব্রেস্টফিডিং রুম করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আজাহারুল ইসলাম, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মোহাম্মদ ছানাউল্লাহ, উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী, উপ-সচিব (একাডেমিক) মোহাম্মদ শাফায়েত মিয়া, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মো গোলাম হুসেন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক, সিস্টেম অ্যানালিস্ট সুব্রত মিশ্র, সহকারী প্রোগ্রামার সুমন রায়, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবির, মো মামুনুর রশিদ, সহকারী সচিব দেব দুলাল দত্ত, সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. গোলাম জিলানী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) মো. ইমাম হোসেন, সহকারী মূল্যায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ডাটাএন্ট্রি কন্ট্রোল সুপারভাইজার মো. আরিব হোসেন ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD