1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ভরাট হচ্ছে ২৫০ বছরের পুরনো হাতির পুকুর - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা-৯ নির্বাচনি আসন পুনর্বহাল ও খসড়া বাতিল দাবিতে মহাসড়ক অবরোধ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাঙ্গলকোটে বিএনপির বিজয় র‌্যালী বুড়িচংয়ে মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে তা নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরাই ঠিক করবেন: ডা. জাহিদ হোসেন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

কুমিল্লায় ভরাট হচ্ছে ২৫০ বছরের পুরনো হাতির পুকুর

  • প্রকাশিতঃ রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ২৮০ বার পঠিত

গোলাম হোসাইন তামজীদ :

কুমিল্লা সদরের ২৫০ বছরের পুরনো হাতির পুকুরটি কতিপয় প্রভাভশালী ভূমি খেকো এই ঐতিহ্যবাহী পুকুরটি ভরাট করে ফেলছে। যার দরুন ওই সকল এলাকাবাসী চরম দূর্ভোগের শিকার হচ্ছেন। ত্রিপুরার মহারাজা শ্রীযুক্ত রাধা কিশোর মানিক্য বাহাদুর পুকুরটি খনন করেন। স্থানীয়রা পুকুরটি রক্ষার দাবি ও দুই দশকের বেশি সময় ধরে করে আসছেন।

কুমিল্লা নগরীতে একের পর এক ভরাট হয়ে গেছে বেশির ভাগ পুকুর ও ডোবা। এবার পরিবেশ জলাধার সংরক্ষণ আইনের কোনো তোয়াক্কা না করেই ভরাট হচ্ছে কুমিল্লার ১৭ নম্বর ওয়ার্ডের প্রায় ২৫০ বছরের প্রাচীন জলাশয় হাতিপুকুর।

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর এলাকায় অবস্থিত হাতিপুকুর ভরাট বন্ধ এবং রক্ষার দাবিতে এরই মধ্যে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। স্থানীয়রা জানিয়েছে, প্রতিবাদের পরও ভরাটকারীরা রাতের আঁধারে কৌশলে একটু একটু করে পুকুরটি ভরাট করছে। গত ৫ জুন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনাসভায় হঠাৎ হাতিপুকুর ভরাটের প্রতিবাদে এ পুনরায় পুকুরটি খনন করে দখলদারদের হাত থেকে অবমুক্ত করার দাবিসংবলিত ব্যানার নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঢুকে পড়ে অর্ধশত প্রতিবাদী নারী-পুরুষ। পরে তারা জেলা প্রশাসকের দপ্তরের নিচতলায় মানববন্ধন করে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়।সরেজমিনে গিয়ে জানা গেছে, হাতিপুকুরটি দুই একর ৩৭ শতকের। এর দক্ষিণ অংশের মাণিক কুমিল্লা বঙ্গবন্ধু আইন কলেজের অধ্যক্ষ আইনজীবী আলী আজাদের পরিবার ও উত্তর অংশের মালিক ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল জলের পরিবার। সম্প্রতি পুকুরের উত্তর অংশের ১২ শতকের বেশি জায়গা ভরাট করা হয়েছে। এর আগেও পুকুরের কিছু অংশ ভরাট করে দোকানপাট করা হয়েছিল। এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা আবদুল জলিল সাংবাদিকদের বলেন, ‘পুকুরটি আমাদের বাপ- দাদার সম্পত্তি। কয়েক বছর আগে পুকুরের উত্তর অংশে ময়লা ফেলতে কুমিল্লা নগরীতে ভরাট হচ্ছে ২৫০ বছরের প্রাচীন হাতিপুকুর।

শুরু করে স্থানীয় এলাকাবাসী। তখন সেখানে ময়লার স্তূপ পড়ে গেলে আমরা সেখানে দোকান করি। আর বর্তমানে আমরা পুকুরের পার বাঁধছি, ভরাট করছি। আন্দোলন প্রসঙ্গে তিনি আরো বলেন, ছেলেপেলে মিলে এই আন্দোলন করছে। এরা আমার কাছে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। স্থানীয় বাসিন্দা লিটন মিয়া, রাশেদা বেগম, নাইম মিয়াসহ কয়েকজন ছয় মাস আগে পুকুরটি রাতে কৌশলে ভরাটের কাজ শুরু হয়। ধীরে ধীরে ভরাট করা হয় পুকুরের বেশ কিছু অংশ। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর দাবি, মানুষের পানির কষ্ট দূর করতে প্রায় ২৫০ বছর আগে ত্রিপুরার রাজারা পুকুরটি খনন করেছিলেন। পরবর্তী সময়ে কালক্রমে পুকুরটি লিজ দেওয়া হতো। ধীরে ধীরে একটি চক্র পুকুরটি নিজেদের নামে করে ফেলে। পুকুরের পশ্চিম পারের বাসিন্দা ৮০ বছরের বৃদ্ধা আঞ্জুমা বেগম বলেন, আমার বাবা দাদা এই পুকুরে গোসল করতেন। আমার স্বামীও এখানে গোসল করতেন। তবে এখন আমার ছেলে-মেয়েরা গোসন করার মতো পরিস্থিতি নেই ময়লা পানিতে কেউ নামলে অসুস্থ হয়ে পড়ে। আর এখন তো পানি সরিয়ে পুকুর ভরাট করা হচ্ছে।’ পুকুরের দক্ষিণ পারের বাসিন্দা রানী সাহা জানান, কয়েক মাস আগে পাশের তেলিকোনা পুরো এলাকায় পুকুরপারের বাসিন্দা ইকবাল হোসেন বলেন, স্থানীয় একটি প্রভাবশালী মহল এই পুকুর ভরাট করছে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।’ কুমিল্লা সিটি করপোরেশনের ১৬,১৭ ও ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর নেহার বেগম বলেন, ২৫০ বছরের ঐতিহ্যবাহী হাতির পুকুর পুকুরটিকে কিঢ়ু দখলদার ভরাট করে ফেলছে। এলাকাবাসী আমাকে ডিসি অফিসে মানববন্ধনে নিয়ে যায়। আমি এবং আমার ছেলে সুমনের উপর শুক্রবার বিকেলে রুবেল, বাপ্পি এবং বাদল মিলে দা, লাঠিসোটা নিয়ে হামলা করে।

এব্যাপারে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সনজুর মোরশেদ খান বলেন, আমি আপনাদের কাছ থেকে শুনেছি এবং একটি অভিযোগ পেয়েছি আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা নিব।

পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার উপপরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব বলেন, কোনোভাবেই পুকুর ভরাট করতে দেওয়া হবে না। কেউ ভরাট করতে চাইলে আমরা আইনগত ব্যবস্থা নেব। প্রয়োজনে ভরাটকারীদের বিরুদ্ধে মামলা করা হবে।”

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কুমিল্লার সভাপতি ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা চাই পুকুরটি রক্ষায় যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।” জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ‘এই পুকুরটি রক্ষার জন্য স্থানীয়রা স্মারকলিপি দিয়েছে। আমরা বিষয়টি দেখছি। বেআইনিভাবে পুকুর ভরাট করতে দেওয়া হবে না।”

কোথাও আগুন লাগলে হাতিপুকুরের পানি নিয়ে আগুন নেভানো হয়। সেদিন পুকুরটি না থাকলে পুরো এলাকায় আগুন পড়ত। পুকুরপারের বাসিন্দা ইকবাল হোসেন বলেন, স্থানীয় একটি প্রভাবশালী মহল এই পুকুর ভরাট করছে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার উপপরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব বলেন, কোনোভাবেই পুকুর ভরাট করতে দেওয়া হবে না। কেউ ভরাট করতে চাইলে আমরা আইনগত ব্যবস্থা নেব। প্রয়োজনে ভরাটকারীদের বিরুদ্ধে মামলা করা হবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD