নেকবর হোসেন :
কুমিল্লার হোমনায় পানিতে ডুবে আরাফাত ইসলাম নামে ১৩ মাস বয়সের শিশুর মৃত্যু হয়েছে। সে মনিপুর গ্রামের সাংবাদিক আলাউদ্দিনের ছেলে। আজ শুক্রবার দুপুর তিনটার দিকে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও পারিবারিক সুত্রে জানা গেছে, আরাফাত দুপুরে প্রতিদিনের ন্যায় বাড়ির আঙ্গিনায় খেলা করছিলেন। খেলার ছলে বাড়ির পাশে বর্ষার পানির ডোবাতে নিজের অজান্তে ডুবে যায়। স্বজনরা আশেপাশে খোজাখুঁজি করে কোথাও না পেয়ে বাড়ির পাশে ডোবাতে ভাসতে দেখে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল্লাহ বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।