শফিউল আলম রাজীব।।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের কোন বিকল্প নেই। তাই আগামীতেও আওয়ামীলীগের নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।
শুক্রবার (২৩জুন) বিকেলে উপজেলার রাজামেহের ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আ'লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশকে দাবিয়ে দিতে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে ঘাতকেরা। পরবর্তীতে দেশে ফিরে জখন বাবার স্বপ্ন পূরনে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন প্রধানমন্ত্রী শেখহাসিনাকে হত্যা করতে নানান চক্রান্ত করছে দেশবিরোধীরা। সকল কিছু মোকাবেলা করে আওয়ামীলীগ সরকার এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।
রাজাহামের ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন শিকদার বুলু'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, বরকামতা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, রাজাহামেহার ইউপি চেয়ারম্যান মোঃ জসিমউদ্দীন সরকার, সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো. মুকবল হোসেন মুকুল, ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালাল ভূইয়া, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূইয়া, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কেএম কামরুজ্জামান মাসুদ, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম, রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সরকারসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।