নেকবর হোসেন :
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ৩৯৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিক আটক করেছে র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুন রাতে উপজেলার উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
মাদক কারবারিরা হলেন, নোয়াখালীর সেনবাগ উপজেলার দেবীসিংপুর গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে শাহাদাত হোসেন (২৪) এবং একই গ্রামের আবুল খায়েরের ছেলে আজাদ হোসেন (২৭)।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, আটক হওয়া মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।