শামীম রায়হান॥
কৃষক বাঁচাও দেশ বাঁচাও শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কৃষি ক্ষেত্রে উন্নয়ণের বিভিন্ন চিত্র তুলে ধরতে কুমিল্লার দাউদকান্দিতে লিফলেট বিতরন ও হাট সভা এবং বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়৷
বৃহস্পতিবার(২২ জুন) দুপুরে উপজেলার পৌরসদরের বিশ্বরোড মডেল মসজিদ ঈদগাহ সংলগ্ন মাঠে কুমিল্লা উত্তর জেলা ও উপজেলা কৃষকলীগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ৷
উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী শাহআলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জিল্লুর সঞ্চাণলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অব.মোহাম্মদ আলী সুমন,কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব,নাজমুল ইসলাম চারু,দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা,সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রাবেয়া হক,সহ দপ্তর সম্পাদক শওকত হোসেন শানু,কেন্দ্রীয় কমিটির সদস্য মোতাহার হোসেন বাবুল,জেলা কৃষকলীগের সভাপতি পার্থ সারথী দত্ত,যুগ্ন-সাধারন সম্পাদক সেলিম ভূঁইয়া,জাহাঙ্গীর আলম,উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন ও উপজেলা যুগ্ন-সাধারন সম্পাদক মহসিন আহমেদ প্রমূখ৷
হাট সভা শেষে শেষে কৃষি ক্ষেত্রে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরন ও মডেল মসজিদ চত্তত্বে ফলজ এবং বনজ গাছ রোপন করেন৷