অদ্য ২১/০৬/২০২৩ তারিখ সময় ০৫:৩০ ঘটিকার সময় হাইওয়ে কুমিল্লা রিজিয়নের মহিপাল হাইওয়ে থানার এসআই(নি:)/বিজয় প্রসাদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ফেণী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দিক হতে আসা একটি প্রাইভেটকারকে সন্দেহজনক মনে করে সিগনাল দিলে তা অমান্য করে গাড়িটি চলে গেলে তার পিছু নিলে প্রাইভেটকারটি হঠাৎ ইউর্টান করে ঢাকার দিকে ফেরার সময় গাড়ির অতিরিক্ত গতি থাকার কারণে আইল্যান্ডের উপরে উঠে যায় এতে প্রাইভেটকারের বাম সাইডে ও সামনে ক্ষতিগ্রস্থ হয়। তাৎক্ষণিকভাবে পিছনে থাকা পুলিশ দল প্রাইভেটকারের চালককে আটক করে এবং তার গাড়ির পেছনে ঢালার ভিতরে থাকা ৪৯ উনপঞ্চাশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আসামীর নাম ঠিকানা ১) মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৮), পিতা- মৃত মুমিন মিয়া, মাতা- শাহানারা বেগম, সাং- সুহিলপুর, ওয়ার্ড নং-০১ বলাখাল, পোঃ বরাখাল, থানা - হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর। ফেনসিডিল বহনকারী প্রাইভেটকার রেজিঃ নম্বর-ঢাকা মেট্রো- খ-১২-৭২৯১ সহ জব্দ করা হয়।
এ বিষয়ে ফেণী সদর মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।