মনোনয়নপত্র দাখিল করছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা
শফিউল আলম রাজীব
দীর্ঘ ২১ বছর পর কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচন আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ জুলাই ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ১৮জুন রোববার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। এদিকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ন ফরম দাখিল করতে ব্যাস্ত সময় পার করছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, একদিন হাতে থাকতেই মেয়র পদে সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, হাজী মোসলে উদ্দিন ভূঁঞা মানিক, সাংবাদিক আবুল খায়ের, শরিফুল ইসলাম সুমন এবং জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে শাহজাহান মোল্লাসহ ৫জন মেয়র প্রার্থী ও ৬৩জন কাউন্সিল প্রার্থী নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আলতাফ হোসেন শনিবার সন্ধ্যায় জানান, দেবীদ্বারে মেয়র পদে ৪টি ও কাউন্সিলর পদে অর্ধশতাধিক মনোনয়ন ফর্ম দাখিল করেছেন।
উল্লেখ্য, শনিবার বিকেল পর্যন্ত মেয়র পদে ১৫ এবং কাউন্সিলর পদে ১০৩ জন প্রার্থীসহ মোট ১১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র বাছাই ১৯জুন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫জুন। ২৬ জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।