নেকবর হোসেন :
কুমিল্লার চৌদ্দগ্রামে মায়ের বকাঝকা সহ্য করতে না পেরে অভিমান করে তাশফিয়া (৯) নামের এক শিশু গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার(১৭জুন)দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু তাশফিয়া ঐ গ্রামের কবির হোসেনের কন্যা এবং একই গ্রামের শাহ ছাহেব মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রী।
নিহতের মা রুমা বেগম শনিবার দুপুরে কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, আজ দুপুরে দুষ্টুমি করায় তাশফিয়াকে বকাবকি করা হয়। এ নিয়ে জিদের বসে ঘরের পিলারের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা জানান, শনিবার দুপুরে শিশুটিকে হাসপাতালে আনা হলে আমরা পরিক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষনা করি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা বলেন, আত্মহত্যার ঘটনায় লাশটি হাসপাতাল থেকে চৌদ্দগ্রাম থানায় আনা হয়। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।