অদ্য ১৩/০৬/২০২৩ খ্রিঃ তারিখ বিকেল আনুমানিক ৫:০০ ঘটিকায় হাইওয়ে কুমিল্লা রিজিয়নের জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই/(নিরস্ত্র) দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ডিউটি করা কালে জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় ফিলিং স্টেশন এর সামনে চট্টগ্রামমুখী লেনে মহাসড়কে পাকা রাস্তার উপর পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুতগতিতে গাড়ী চালিয়ে পালিয়ে যাওয়ার সময় ঢাকা মেট্রো গ ১৪-১৮১৪ এর চালক মোঃ বেলায়েত হোসেন (সোহেল) (২৮) পিতা-জসিম উদ্দিন, মাতা- মোছা রাহেলা বেগম সাং- গাছবাড়িয়া থানা-মিরসরাই, জেলা- চট্টগ্রাম'কে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ আটক করেছে। সাক্ষীদের সম্মুখে আটককৃত যুবক এর চালিত প্রাইভেটকার এর পিছনে ঢালার নিচ হতে ১০(দশ) প্যাকেট করিয়া মোট ১৯ (উনিশ) কেজি গাঁজা (যার মুল্য অনুমান ১৫,০০০×১৯ =২,৮৫,০০০/- দুই লক্ষ পঁচাশি হাজার ও ফেনসিডিল ৭৫ পচাত্তর বোতল যার মুল্য অনুমান ২০০০×৭৫=১,৫০,০০০/- একলক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইভেটকার যার মূল্য অনুমান-২.২০.০০০/- দুই লক্ষ বিশ হাজার টাকা উদ্ধারপুর্বক জব্দতালিকা মুলে জব্দ করা হয়।
আসামির বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।
হাইওয়ে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।