নেকবর হোসেন :
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে ১২ কেজি গাঁজাসহ মোঃ তাজুল ইসলাম ওরফে ফাহিম (১৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুন বিকালে উপজেলার কমলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
আটক হওয়া মাদক কারবারি সদর দক্ষিণ উপজেলার উলুরচর গ্রামের মোঃ ওমর ফারুকের ছেলে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।