শফিউল আলম রাজীব, দেবীদ্বার :
বহুল প্রতীক্ষিত কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৭ জুলাই নির্বাচন। তফসিল ঘোষনার পর থেকে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে পুরো পৌরসভা ও আশপাশের এলাকায়। নির্বাচনকে সামনে রেখে এলাকার দোকানপাটে, হাটবাজারে ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের সাথে মতবিনিময় ও ভোট প্রত্যাশা করছেন কাউন্সিল ও মেয়র প্রার্থীরা।
তারই ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত পৌরসভার ভূষনা, বারেরা ও পোনরা এলাকায় জনসংযোগ এবং ভোটারদের সাথে মতবিনিময় করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।
এসময় মেয়র প্রার্থী এবিএম আতিকুর রহমান বাশার ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে বলেন, দীর্ঘদিন যাবৎ পৌরসভা নির্বাচন না হওয়ায় পৌরবাসী বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। পৌরসভার উন্নয়নে এবং পৌরবাসীর কল্যাণে আমি পাশে থেকে কাজ করে যেতে চাই। আপনারা আমাকে যোগ্য মনে করলে আগামী ১৭ জুলাই নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। আমি আপনাদের তথা পৌরবাসীর কল্যাণে ৫বছর কামলা খেটে যাব।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১৮ জুন মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং ১৯ জুন বাছাই। ২৫ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৭ জুলাই ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৪ টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এতে মোট ভোটার সংখ্যা ৪৪ হাজার ২শত ৯৩।