শফিউল আলম রাজীব :
বহুল প্রতীক্ষিত কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৭ জুলাই নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক করেছে মেয়র প্রার্থী নৌকা মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম.এ কাইয়ুম ভূঞা। বুধবার বিকেলে পৌরসভার ছোট আলমপুর মধ্যে পাড়া ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের সভাপতিত্বে এবং জাবেদ আহমেদ নবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শাহিন ভূইয়া, সাইদুর রহমান ছবুর ভূইয়া, আব্দুল মতিন, জয়নাল হোসেন পিন্টু প্রমুখ।
এসময় বৈঠকে মেয়র প্রার্থী আলহাজ্ব এম.এ কাইয়ুম ভূঞা তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন যাবৎ পৌরসভা নির্বাচন না হওয়ায় পৌরবাসী অনেক সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। দেবীদ্বার'র উন্নয়নে আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই। আগামী ১৭জুলাই নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করে পৌরবাসীর সেবা করার সুযোগ করে দিবেন এটাই প্রত্যাশা করছি।