৭মে বিকালে আশরাফপুর এলাকায় বড় ছোরা হাতে প্রতিপক্ষকে ধাওয়া দিয়ে আতঙ্ক সৃষ্টিকারী যুবক যুবায়ের ইসলাম প্রভাত(১৯), পিতা- নুরুল ইসলাম, মাতা- তুহিন আরা পান্না, সাং- দামৈছা, ৭ নং ওয়ার্ড, লাকসাম পৌরসভা, লাকসাম এপি- রামনগর, সদর দক্ষিণ থানা, কুমিল্লাকে উক্ত ছোরা সহ আজ ০৭ মে মধ্যরাতের পরে অনুমান ০১.৩০ ঘটিকায় মধ্যম আশরাফ পুর এলাকা থেকে ইপিজেড ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোখলেসুর রহমান ও এসআই আমিনুল হক সিকদার গ্রেফতার করেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।