স্টাফ রিপোর্টার:
কুমিল্লার হোমনায় ট্রাক চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার শ্রীমদ্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার হোমনা উপজেলার হোমনা পূর্ব পাড়া গ্রামের সজল সরকারের স্ত্রী ফেরদৌসী আক্তার (১৮) ও তার এক বছরের মেয়ে সাউদা।
পুলিশ জানায়, শনিবার সকালে ফেরদৌসী আক্তার তার একমাত্র মেয়ে সাউদাকে নিয়ে স্বামীর বাড়ি থেকে অটোরিকশাযোগে বাবার বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে শ্রীমদ্দি এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গেলে তাদের বহনকৃত অটোরিকশাটি হেলে পড়ে। এসময় ফেরদৌসী আক্তার ও তার কোলে থাকা কন্যা সন্তান সাউদা ট্রাকের চাকার নিচে পরে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হোমনা থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও ঘাতক ট্রাক আটক করা হয়েছে। দুপুরে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।