প্রেস রিলিজ
অদ্য ০১/০৬/২০২৩ খ্রিঃ তারিখ বিকেল অনুমান ১৯.৩০ ঘটিকায় হাইওয়ে কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার এসআই(নিঃ)/মোঃ সুমন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের বালুখালী কাষ্টমস নামক স্থানে মহাসড়কে কক্সবাজারমুখী একটি ব্যাটারী চালিত ইজিবাইকের ড্রাইভিং সিটের ডান পাশে বিশেষ কায়দায় তৈরীকৃত বক্স হতে ৪০০০ পিস ইয়াবা (যার মুল্য অনুমান ৪০০০ × ৩০০ = ১২,০০,০০০/- টাকা) উদ্ধারপুর্বক উপস্থিত স্বাক্ষীদের সামনে জব্দতালিকা মুলে জব্দ করা হয়।আটককৃত ব্যক্তি মোঃ শফিউল্লাহ (৩৫) পিতা-মৃতঃ ইসলাম, মাতা- মোছাঃ আনোয়ারা বেগম, সাং-গিলাতলী ১নং ওর্য়াড হোয়াইকং ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার ও তার ব্যাটারীচালিত ইজিবাইকটি থানায় আটক করা হয় ।
হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানানআসামির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।