শফিউল আলম রাজীব
আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা সদরের ফুলগাছতলা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধু মোরালে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিউদ্দিন শফি'র সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান বাবুলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি অন্ধকারের শক্তি। তারা সব সময় ভুল পথে রাজনীতি করে ক্ষমতা দখল করতে চায়। গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রাধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার যে দুঃসাহস দেখিয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই এবং ওই বিএনপি নেতার কঠোর শাস্তি দাবি করছি। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের দেশবিরোধী শক্তি ও আচরণ কোনো ভাবেই সহ্য করা হবে না। সকল ষড়যন্ত্রকারীদের রাজপথেই জবাব দেওয়া হবে।
সমাবেশে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ভিপি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক ও গুণাইঘর দঃ ইউপি চেয়ারম্যান মোঃ হুমাযূন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহামুদ, ভিপি মোঃ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল আলম তুষার, মোঃ মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পদক মোসলেহ উদ্দিন ভুইয়া মানিক,গুণাইঘর উঃ ইউপি চেয়ারম্যান মোঃ মোকবল হোসেন মুকুল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাউসার হায়দার প্রমুখ।