শামীম রায়হান ॥ দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ নুরজাহান (৩৫) নামের এক নারীকে আটক করেছে দাউদকান্দি গৌরীপুর তদন্ত কেন্দ্রের ফাঁড়ি পুলিশ।
সে কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া উপজেলার দদি খোলা গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে৷
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি গৌরীপুর তদন্ত কেন্দ্রের ফাঁড়ির ইনচার্জ(ওসি) মোঃ আসাদুজ্জামান আসাদ৷
শুক্রবার(১৯ মে) সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি গৌরীপুর বাসস্ট্যান্ডের সামনে চেকপোষ্ঠ বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশী চলাকালীন সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক নারীর গতিবিধি সন্দেহ হলে তার দেহ বিশেষ কায়দায় রক্ষিত ৪ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়৷
আটককৃত নারীর বিরুদ্ধে মাদক আইনে একটি থানায় মামলা দায়ের করা হয়েছে।