ষ্টাফ রিপোর্টার।।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ কুমিল্লায় যোগদানের পর থেকে পরপর ৬ বার টানা শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। জেলার ১৭ টি থানার মধ্যে তিনি এ পুরস্কার লাভ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) এর কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো. আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ খন্দকার মো. আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি কাজী মো. মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর দক্ষিণ সার্কেল এমরানুল হক মারুফ প্রমূখ।
পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, কোতোয়ালি থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ তার চৌকস ও কাজের দক্ষতার সাথে অপরাধমূলক কর্মকাণ্ড দমন করার জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। পুলিশের এ কার্যক্রম অপরাধ দমনে পুলিশের কর্মকাণ্ডকে আরো বেগবান করবে বলে তিনি ব্যক্ত করেন।