শফিউল আলম রাজীব, দেবীদ্বার :
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেবীদ্বার উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১১টায় পৌর এলাকার রহমানিয়া সুপার মার্কেটের প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আবু নাঈম মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউছার হায়দারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিউদ্দিন সফি, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সহ সভাপতি লুৎফুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম তুষার, মোঃ মোস্তাফিজুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ মিজানুর রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আল আমিন, শ্রমিক নেতা জহিরুল ইসলাম, সাদ্দাম হোসেন, ইউনুছ মিয়া, মফিজ উদ্দিন, কাজী বশির প্রমুখ।