শফিউল আলম রাজীব, দেবীদ্বার :
কুমিল্লার দেবীদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানাকে সাথে নিয়ে তিনি উপজেলার সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামে ঈদের পূর্ব রাতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত প্রবাসীর পরিবারকে দেখতে যান তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার মুকুল ভূইয়া, আ'লীগ নেতা মুসলেমউদ্দীন মানিক সহ আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মী।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ তার নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। উপজেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা এবং দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রনালয়ের তহবিল থেকেও সহযোগিতা করার আস্বস্ত করা হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে।