স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সৈয়দ বাড়ি দৃষ্টি প্রতিবন্ধীদের হোস্টেলে ঈদের পোশাক বিতরন করার সময় হঠাৎ একজন বলে উঠলো- "আপু আমি কিন্তু আপনার জাগ্রত মানবিকতার সদস্য , আমি বেশ কয়েকবার রক্ত দিয়েছি" । আমি ভিষনভাবে আবেগাপ্লুত হয়ে পরি । নিজের কষ্টের প্রাপ্তি গুলো চোখের সামনে দেখতে পেলে বোধহয় এমনই হয় !
প্রথম ছবিতে জাগ্রত মানবিকতার সম্মানীত রক্তদাতা ইয়াসীন এর আর শেষ ছবিটা যারা এই হোস্টেলের সব শিশুদের জন্য নিজেদের অর্থায়নে সুন্দর সু্ন্দর ঈদের পোশাক গুলো বানিয়ে দিয়েছে।
মহান আল্লাহ আমাদের নেক আমল কবুল করুন