শফিউল আলম রাজীব, দেবীদ্বার:
কুমিল্লা দেবীদ্বারে বাংলাদেশ যুব ও শ্রমিক অধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের উৎসব কমিউনিটি সেন্টারে ওই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের দেবীদ্বার উপজেলা কমিটির সভাপতি মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক আতিক ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, মানবাধিকার কর্মী ও সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সহ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোসাঃ শারমিন জাহান প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, সকল শ্রেনী পেশার মানুষের মতামতের ভিত্তিতে নতুন রাষ্ট্র ব্যাবস্থা বিনির্মানই এই সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য।